শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মেসির জোড়া গোলে হার এড়ালো বার্সেলোনা

আজকের কুমিল্লা ডট কম :
মে ২০, ২০১৯
news-image

স্পোর্টস ডেস্কঃ

লা লিগায় এবারের মৌসুমে নিজেদের শেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো না আগেই শিরোপা নিশ্চিত করা বার্সেলোনা। লিওনেল মেসির জোড়া গোল সত্ত্বেও এইবারের বিপক্ষে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে কাতালান এই ক্লাবটি।

রোববার (১৯ মে) ইপুরুয়া মিউনিসিপাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ২০ মিনিটে মার্ক কুকুরেল্লার গোলে এগিয়ে যায় এইবার।

ম্যাচের ৩১ মিনিটেই অবশ্য মেসির গোলে সমতায় ফেরে বার্সা। ভিদাল বাড়ানো বল আদায় করে দুরহ কোণ থেকে নেয়া বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে দেন তিনি। পরের মিনিটেই আগের গোলের রেশ কাটতে না কাটতেই মেসি আবারো লক্ষ্যভেদ করে বসেন। এবার রাকিটিচের বাড়ানো বল পেয়ে মেসি তা জালে পাঠিয়ে দেন।

বিরতির ঠিক আগ মুহূর্তে পাবলো ডি ব্লাসিস হাফ ভলি করে বার্সা গোলরক্ষকের এগিয়ে আসার সুযোগে গোল করে এইবারকে ম্যাচে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধে আর কোনো দল গোলের দেখা না পাওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি ড্রয়ের মুখ দেখে।

৮৭ পয়েন্ট নিয়ে এবারের লা লিগা শেষ করলো টানা দ্বিতীয়বার ও মোট ২৬তম শিরোপা জেতা বার্সেলোনা। অ্যাতলেটিকো মাদ্রিদ ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে। রিয়াল মাদ্রিদ ৬৮ পয়েন্ট নিয়ে হয়েছে তৃতীয়। চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করা ভালেন্সিয়ার পয়েন্ট ৬১।

জিরোনা, ওয়েস্কা ও রায়ো ভাইয়েকানোর লা লিগা থেকে অবনমন হয়েছে।

আর পড়তে পারেন