বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মেসির কথায় আমার আত্মবিশ্বাস একপলকে বেড়ে গিয়েছিল- রোহো

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৭, ২০১৮
news-image

 

স্পোর্টস ডেস্কঃ
ম্যাচের শেষ দিকে অবিশ্বাস্য এক গোল করে মেসিদের আরেকটা সুযোগ করে দিলেন দলের ডিফেন্ডার মার্কোস রোহো। এমন ম্যাচের পরও রোহো নিজে কিন্তু কৃতিত্ব নিলেন না। বললেন, মেসিই আজ তাঁদের ‘আর্জেন্টিনার মতো’ খেলতে অনুপ্রাণিত করেছে। মাঝবিরতি শেষে মাঠে নামার আগে টানেলে সবাইকে ডেকে নিয়ে মেসি কী যেন বললেন। মেসি এমন উজ্জীবনা বাণী দিচ্ছেন সতীর্থদের, আগে কে কবে দেখেছে! রোহো জানালেন, কী মন্ত্র তখন পড়ে দিয়েছিলেন মেসি, ‘মেসি এসে বলল, আমরা সবাই যেন শান্ত থাকি। যেন কোনো উদ্বেগে না ভুগি। আমরা সত্যি নার্ভাস ছিলাম। ওর ওই কথাগুলো খুব কাজে এসেছে। বিশেষ করে আমার জন্য। আমার আত্মবিশ্বাস একপলকে বেড়ে গিয়েছিল।’

রোহো নিজে হারিয়ে যেতে বসেছিলেন। ক্লাব ক্যারিয়ারের গ্রাফ নিচের দিকেই নামছে। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে শক্ত জায়গা পাচ্ছেন না মাটির নিচে। কে জানে, আজকের ম্যাচ জেতানো সেই গোল রোহোকে ফিরিয়ে আনবে কি না! যেমনটা ছিলেন চার বছর আগের বিশ্বকাপে। রোহো আত্মবিশ্বাসী। আর এই রসদ যে অধিনায়ক দিয়েছেন, তাঁর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই, ‘মেসি আমাদের অধিনায়ক। মেসি বিশ্বের সেরা অধিনায়ক। আর আমিও ওই গোলটা করতে পেরে ধন্য। কী অবিশ্বাস্য লাগছে!’

রোহোর আত্নবিশ্বাস যদি ধরে রাখতে পারে তাহলে ফ্রান্সও যে ভালভাবে ভুগবে তা বলার অপেক্ষা রাখে না।

আর পড়তে পারেন