বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মেসিকে ছাড়া লীগের প্রথম ম্যাচেই হারলো বার্সা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৭, ২০১৯
news-image

স্পোর্টস ডেস্কঃ

ইনজুরিতে মাঠের বাইরেই থাকতে হয়েছে দলের প্রধান অস্ত্র লিওনেল মেসিকে। দলের এ খারাপ সময়ে লা লিগার শুরুটাও ভালো হলো না বার্সেলোনার। অ্যাতলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলে হেরেই মৌসুম শুরু হলো কাতালানদের।

শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা। কিন্তু মাঠে কিছুটা অপরিচিতই মনে হয় দলটিকে। প্রথমার্ধে দুইবার গোলের সহজ সুযোগ বঞ্চিত হয় বার্সেলোনা। ৩৩ মিনিটের ডি-বক্সের ভেতরে বল পেয়ে কাজে লাগাতে পারেননি লুইস সুয়ারেস। ৩৭তম মিনিটে ডান পায়ের পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়েন সুয়ারেস।

৪৪তম মিনিটে আরও একবার গোলবঞ্চিত হয় বার্সা। ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনিয়ার নেওয়া উঁচু কোনাকুনি শট ক্রসবারে লেগে ফিরে এলে প্রথমার্ধে দুই দলকেই গোলশূন্য থাকতে হয়।

দ্বিতীয়ার্ধে আক্রমণভাগ বেশ সক্রিয় হয়ে ওঠে বার্সেলোনার। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি তারা। অপদিকে বিলবাওয়ের পক্ষে ৮৯তম মিনিটে দারুণ এক বাই-সাইকেল কিকে গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড আরিস আদুরিস।

ম্যাচের বাকি সময়ে এই গোল পরিশোধ করতে সক্ষম হয়নি মেসিবিহীন বার্সা। তাই ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় বার্সাকে।

২০১৩ সালের পর এই প্রথম কাতালান দলটির বিপক্ষে লিগে জয় পেল বিলবাও।

আর পড়তে পারেন