বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মেসিকে ছাড়াও চলার মতো সক্ষমতা আছে লা লিগার

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৯, ২০২১
news-image

 

স্পোর্টস ডেস্কঃ

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে এখনও চুক্তি নবায়ন করেননি বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। অর্থাৎ চলতি মৌসুম শেষে মেসি আর থাকবেন না বার্সেলোনায়। হয়তো নাম লেখাবেন অন্য কোনো লিগের অন্য কোনো ক্লাবে।

তবে মেসি চলে গেলেও স্প্যানিশ লা লিগার তেমন ক্ষতি হবে না বলে জানিয়েছেন লিগের প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস। নতুন মৌসুমে মেসি আর স্পেনে থাকবেন না, এমনটা ধরে নিয়েই লা লিগার আর্থিক পরিকল্পনা সাজানো হয়েছে বলেছেন তেবাস।

করোনাভাইরাসের কারণে বেশ বড়সড় আর্থিক ধাক্কাই লেগেছে লা লিগায়। শুধু বার্সেলোনাই পড়েছেন প্রায় দেড় বিলিয়ন ডলার ঋণের নিচে। এমতাবস্থায় মেসি চলে গেলে এই আর্থিক ধাক্কা সামাল দেয়া বেশ কঠিনই হবে। তবু তেবাস মনে করেন, মেসিকে ছাড়াও ভালোভাবে চলার মতো আর্থিক সক্ষমতা আছে লা লিগার।

টিভি চ্যানেল অনস্পোর্টকে তেবাস বলেছেন, ‘চুক্তির একটা ধারার কারণে মেসি মৌসুমের শুরুতে বার্সেলোনা ছাড়তে পারেনি। যেমনটা ক্রিশ্চিয়ানো রোনালদোর বেলায় বলেছিলাম, (মেসি চলে যাবে) এই মূহুর্তের জন্য আমরা আর্থিকভাবে প্রস্তুত আছি।’

তেবাস আরও বলেন, ‘ক্লাবের সিদ্ধান্ত মোতাবেক চলে গিয়েছিল ক্রিশ্চিয়ানো। এ বিষয়ে আমার কিছু বলার নেই। তবে সেরা খেলোয়াড়দের সবসময়ই লা লিগায় চাই আমি। ক্রিশ্চিয়ানো চলে যাওয়াটা বড় ধাক্কা ছিল। তবে আমরা প্রস্তুতি নিয়ে রাখায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইনি।’

আর্থিক দিক থেকে ঠিক কী অবস্থায় আছে লা লিগা? তেবাস বলেছেন, ‘আমরা জানতাম না যে দর্শক ছাড়া এত লম্বা সময় খেলতে হবে। করোনার সংক্রমণ কমলে হয়তো দর্শক ফেরানো হবে। লিগের আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ২ বিলিয়ন ইউরো হয়ে গেছে। তবে কিছু খরচ বাদ দিয়ে এটিকে ১ দশমিক ১ বিলিয়ন ইউরোতে নামিয়ে আনা হয়েছে।’

আর পড়তে পারেন