শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মেডিকেল ভর্তি পরীক্ষার অসামঞ্জস্যতা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৪, ২০১৭
news-image
 
শাহীন আলম ঃ
স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার। এই অধিকারের কার্যকারিতা মূলত নির্ভর করে সিস্টেম এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীদের যোগ্যতার উপর। বিগত বছর মেডিকেল ভর্তি পরীক্ষার পরীক্ষা পদ্ধতির পরিবর্তন গুলি সচেতন মহলকে এই সেক্টরের ভবিষ্যৎ সম্পর্কে শংকিত করে তুলেছে। প্রতি বছর বার লাখের বেশি এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষার জন্য বিজ্ঞান বিভাগের অধিকাংশ ছাত্রছাত্রীর প্রথম পছন্দের জায়গা হচ্ছে মেডিকেল কলেজ সমূহ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই পরীক্ষায় ৮০-৯০ হাজার পরীক্ষার্থীর ভর্তিযুদ্ধে কৃতকার্য হয়ে সরকারী মেডিকেলে চান্স পায় মাত্র সাড়ে তিন হাজার পরীক্ষার্থী। এই ধরণের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি পরীক্ষার মেধা যাচাই এর প্রক্রিয়া কতটা সাবলীলভাবে হচ্ছে? এ নিয়ে একটি অনুসন্ধানী রিপোর্টে পাওয়া গেছে, ভর্তি পরীক্ষায় শুধু দেশীয় মাধ্যম নয়, বিদেশী মাধ্যমে পড়াশোনা করা ছাত্র/ছাত্রীদের একটি বিশাল সংখ্যা অংশ নেয়। বিদেশী মাধ্যমে পড়াশোনা করে আসলেও তাদেরকে ভর্তি পরীক্ষা দিতে হয় দেশীয় কারিকুলামের উপর। এটা একধরণের মারাত্মক বৈষম্য। বিদেশী মাধ্যমে পড়াশোনা করে আসা ছাত্র/ছাত্রীদের দেশী কারিকুলামে যাচাই করা হচ্ছে, তারা কতটা যোগ্য। এছাড়াও রিপোর্টে আরো এসেছে, মারাত্মক অসামঞ্জস্যতা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক লেভেলের রেজাল্ট কনভার্সনে। একই রেজাল্ট করেও রেজাল্ট কনভার্সনে আপাতত্রুটি থাকার কারণে বিদেশি মাধ্যমে পড়া শিক্ষার্থীদের বিশাল একটি অংশ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যুনতম যোগ্যতা অর্জন করতে পারছে না, অর্জন করলেও তাদের সাথে দেশীয় কারিকুলামের পরীক্ষার্থীদের সাথে এক বিরাট অসামঞ্জস্য থেকে যাচ্ছে, যে কারনে প্রতিদ্বন্দ্বীতায় পিছিয়ে পড়ছে বিদেশী মাধ্যমে পড়াশোনা করে আসা শিক্ষার্থীরা। বিদেশী মাধ্যমে পড়াশোনা করা ছাত্র/ছাত্রীদের একটি ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট দেয় স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু এই ইকুভ্যালেন্ট সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়াটি চরম অসামঞ্জস্যপূর্ণ। বাংলা মাধ্যমে এইচএসসি – র জিপিএ হিসাব করা হয় চতুর্থ বিষয় যোগ করে। অর্থাৎ ৬টি সাবজেক্টে প্রাপ্ত গ্রেড পয়েন্ট থেকে ২ মাইনাস করে ৫ দিয়ে ভাগ করে। কিন্তু বিদেশী মাধ্যমে পড়াশোনা করে আসা ছাত্র/ছাত্রীদের জিপিএ হিসাব করা হয়। চতুর্থ বিষয় ব্যাতিরেকে। কেবল মাত্র পদার্থ, রসায়ন এবং জীববিজ্ঞানে প্রাপ্ত গ্রেড পয়েন্টকে তিন দিয়ে ভাগ করে জিপিএ হিসাব করা হয়। এটি কতটা বৈষম্যজনক একটি উদাহরণে বুঝা যাবে, দেশীয় মাধ্যমে পড়াশোনা করা একজন স্টুডেন্ট পদার্থবিজ্ঞানে ৭২ (গ্রেড পয়েন্ট ৪), রসায়নে ৭১(গ্রেড পয়েন্ট ৪) এবং জীববিজ্ঞানে ৭০(গ্রেড পয়েন্ট ৪) পেল। বাকি তিনটি সাবজেক্ট অর্থা বাংলা ইংরেজি এবং গনিতে সে ৮০+ (গ্রেড পয়েন্ট ৫) পেল। এখন এই ছাত্রের গ্রেড পয়েন্ট হচ্ছে আবশ্যিক পাঁচটি বিষয়ের গ্রেড পয়েন্ট (৪ + ৪ + ৪ + ৫ + ৫) + চতুর্থ বিষয়ের গ্রেড -২ (৫ – ২) = (২২ + ৩)/৫ = ৫, অর্থাৎ জিপিএ ফাইভ। অর্থাৎ জিপিএ ফাইভ পেতে ন্যুনতম পঁচিশ পয়েন্টের মধ্যে যে কেউ ২২ পয়েন্ট পেলেও চতুর্থ বিষয়ের গ্রেড পয়েন্ট যোগ করলে তার জিপিএ ফাইভ হয়ে যায়। কিন্তু একই রেজাল্টধারী বিদেশী মাধ্যমে পড়াশোনা করে আসা একজনের গ্রেড পয়েন্ট হচ্ছে (৪ + ৪ + ৪)/৩ = ৪ (বিদেশী মাধ্যমে পড়াশোনা করাদের কেবল মাত্র পদার্থ রসায়ন এবং জীব বিজ্ঞানের গ্রেড পয়েন্ট ই ক্যালকুলেশন করা হয়। চতুর্থ বিষয় হিসেবে তাদের গনিত থাকার পরও গনিতের গ্রেড থেকে কোন পয়েন্ট যোগ করা হয় না। একই রেজাল্ট ধারী এই দুই স্টুডেন্টের মধ্যে ভর্তি পরীক্ষা শুরুর আগেই ২৫ নম্বরের পার্থক্য হয়ে যায়, যেটা ভর্তি পরীক্ষার মাধ্যেমে মুছে ফেলা বা ওভারকাম করে আসা কিছুতেই সম্ভব নয়। (SSC র জিপিএ কে ১৫ দ্বারা এবং HSC র GPA কে ২৫ দ্বারা গুণ করে ২০০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর হিসাব করা হয়। ফলে দারুণভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে বিদেশী মাধ্যম থেকে পড়াশোনা করা আসা বিপুল সংখ্যক মেধাবী। আবার ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের ন্যনুতম জিপিএ ৯ করে ফেলায় বিদেশী মাধ্যমে পড়ে আসা অনেক ছাত্রছাত্রী একই ফলাফল করেও ভর্তি পরীক্ষা দেওয়ার ন্যুনতম যোগ্যতা অর্জন করে না। কারণ জিপিএ নয় হতে হলে HSC তে পদার্থ রসায়ন এবং জীব বিজ্ঞানের কোন একটিতে ৭০ এর কম নম্বর পেলেই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে না এসব শিক্ষার্থীরা। এইচ এস সি পরীক্ষার এই বছর ১ মাস আগেই হওয়ায় ফলাফল ও একমাস আগেই হচ্ছে। কিন্তু ইন্টারন্যাশনাল নিয়মে এডেক্সেল বোর্ড এর রেজাল্ট আগস্টের শেষ সপ্তাহে দিবে। ততদিন যদি ভর্তি পরীক্ষার ফর্ম ফিলাপের সময় না থাকে তাহলে এবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবে না ইংরেজি মাধ্যমে পড়ে আসা শিক্ষার্থীরা। উপরন্তু আগামী বছর এরা ভর্তি পরীক্ষা দিতে গেলে এক বছর পুরনো ব্যাচ হবার কারনে ৫ নাম্বার কেটে নেয়া হবে। অথবা দ্বিতীয়বার পরীক্ষা নেওয়া কোন কারনে বন্ধ হয়ে গেলে সময়ের মারপ্যাচের কারনে এরা নিয়মিত বছর বা পরের বছর কোন বছর ই ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ইলিজিবল হবে না। ঢাকা শহরে চারটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। গত বছর ঢাকার ৪ টি কেন্দ্রের আসন সংখ্যা প্রথম ২ দিনেই শেষ হয়ে যাওয়ায় হাজার হাজার শিক্ষার্থী ঢাকার বাইরে গিয়ে ভর্তি পরীক্ষা দিতে বাধ্য হয়েছে, যাদের বেশিরভাগই ছিল বিদেশী কারিকুলামের শিক্ষার্থী। এইচএসসি রেজাল্ট এই মাসের ২৪ তারিখ হয়ে যাওয়ায় এ বছর ভর্তি পরীক্ষার ফর্ম ফিলাপ আগেই শুরু হয়ে যাবে এবং ইংরেজী মাধ্যমের সবার রেজাল্ট দেরিতে হবার কারনে হয়ত কেউ ই ঢাকায় ভর্তি পরীক্ষা দিতে পারবে না। ইংরেজী মাধ্যমের শিক্ষার্থীদের জন্য ঢাকার যে কোন একটি সেন্টার কিছু আসন সংরক্ষণ রেখে ফরম ফিলাপ করার নিয়ম করলে তাদের জন্য সুবিধা হবে। এছাড়া সকল ইংরেজী মাধ্যম শিক্ষার্থী একটি সেন্টারে থাকলে তাদের জন্য ইংরেজীতে অনুবাদ করা প্রশ্ন বিতরণ স্বাস্থ্য অধিদপ্তরের জন্য সুবিধাজনক হবে বলে মনে করেন অভিভাবকেরা। আগের নিয়মে মোট ২০০ নম্বরের পরীক্ষায় SSC, HSC র রেজাল্ট থেকে ১০০ এবং বাকি ১০০ নম্বরের ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করা হয়। সেই সাথে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের ন্যুনতম যোগ্যতা SSC, HSC র টোটাল জিপিএ আটের স্থলে নয় করা হয়। সব মিলিয়ে নির্বাচিত হওয়ার যোগ্যতা ভর্তি পরীক্ষার ফলাফলের চেয়ে বেশি প্রাধান্য পায়। কোন শিক্ষার্থীর SSC, HSC র রেজাল্ট যদি একটু খারাপ হয়, তার পক্ষে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ রেজাল্ট করার পরও প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হয় না। প্রশ্ন হচ্ছে আমাদের দেশের এসএসসি এইচএসসি পরীক্ষার মান, পরীক্ষা পদ্ধতি এবং স্বচ্ছতা ই যেখানে প্রশ্ন বিদ্ধ সেখানে ভর্তি পরীক্ষাকে এত বেশি এসএসসি এইচএসসি র ফলাফল ডিপেন্ডেন্ড করার কারণ কী? ভর্তি পরীক্ষা পদ্ধতি অনেকাংশে SSC, HSC র জিপিএ নির্ভর হয়ে যাওয়ায় অনেক ক্ষেত্রে বাদ পড়ে যাচ্ছে প্রকৃত মেধাবীরা। আবার বিদেশী মাধ্যমে দেশী কারিকুলামের চেয়ে অনেক স্ট্যান্ডার্ড কারিকুলামে পড়াশোনা করে আসা ছাত্রছাত্রীরা বৈষম্যের স্বীকার হচ্ছে। এটা অনেক বছর ধরে হয়ে আসছে। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের আশু দৃষ্টি কামনা করছি। পূর্বের নিয়ম ভর্তি পরীক্ষার মার্ক্স ১০০ SSC GPA (Maximum 5) × 8 = 40 HSC GPA (Maximum 5) × 12 = 60 মোট নম্বর ২০০ বর্তমান নিয়ম ভর্তি পরীক্ষার মার্ক্স ১০০ SSC GPA (Maximum 5) × 15 = 75 HSC GPA (Maximum 5) × 25 = 125 মোট নম্বর ৩০০

আর পড়তে পারেন