শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মেঘনা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৪, ২০১৭
news-image

 

সেলিম সজীবঃ

সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা অফিস থেকে প্রেরিত এক চিঠির মাধ্যমে আগামী ৯ জুলাইয়ের মধ্যে তাকে কর্মস্থল ত্যাগ করার জন্য নির্দেশ দেয়া হয়। দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে কুমিল্লার মেঘনা উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আরিফুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও ভুক্তভোগী শিক্ষকদের সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আরিফুল ইসলাম মেঘনা উপজেলায় যোগদানের পর বদলি বাণিজ্য, দপ্তরি নিয়োগে বাণিজ্য এবং শিক্ষকদের শান্তি বিনোদন ভাতা ওঠানোর জন্য প্রতি শিক্ষকের নিকট এক হাজার টাকা করে হাতিয়ে নেয়। এতে মেঘনা উপজেলা সাধারণ শিক্ষক সমাজ তার দুর্নীতির বিষয়টি উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভুইয়াকে জানায়। পরে তারা বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অবহিত করেন। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি অভিযোগে তার বিরুদ্ধে শিক্ষক সমাজ স্থানীয় সংসদ সদস্যের সুপারিশক্রমে প্রাথমিক অধিদপ্তরে জানালে তার বিরুদ্ধে স্ট্যান্ড রিলিজের আদেশ দেয়া হয়।

আর পড়তে পারেন