শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা পারভীনের কোলে নবজাতক

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৬, ২০১৭
news-image

 

এম এইচ বিপ্লব সিকদার:

নারীজাতি “মায়ের জাত”প্রকৃতিগত ও শ্বভাব শুলভ আচরন প্রতিটি নারির এমনি হয় এটাই প্রমান করলেন মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা পারভিন।

শনিবার (৫ আগষ্ট) উপজেলা স্বাস্থ্য কম প্লেক্সে কুমিল্লা সিভিল সার্জন ডা:মজিবুর রহমান অপারেশন থিয়েটার উদ্ভোধনের পর উপজেলার রামনগর গ্রামের পল্লি চিকিৎসক সজীবের স্ত্রীর সিজার অপারেশনের মাধ্যমে জন্ম নেয়া নবজাতক কে কোলে নিয়ে হাস্যজ্জল কোমলমতীর আত্ত্বীক ভালোবাসা বিনিময় (আদর) করেন।

নির্বাহী কর্মকর্তার এ ভূমিকায় মাও সন্তানের অটুট বন্ধনে নিমজ্জিত হয় নারী “এর বহি:প্রকাশ। এ সময় উপস্থিত সবাই বিষটি নিয়ে মন্তব্য করেন এটাই একজন নারীর প্রকৃত রুপ।

আর পড়তে পারেন