শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মেঘনা উপজেলাকে নিরক্ষর ও মাদকমুক্ত করা হবে—- মেঘনা উপজেলা চেয়ারম্যান

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৬, ২০১৯
news-image

 

জাকির হোসেন হাজারীঃ

মেঘনা উপজেলাকে মাদক ও নিরক্ষরমুক্ত করবো ইনশাল্লাহ।  এজন্য সকলের সহযোগিতা কামনা করেন মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান। শুক্রবার বিকেলে উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাতানী গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে সাতানী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন শিকদার এ কথা বলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে হাজারো মানুষের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান।

স্থানীয় চেয়ারম্যান আহসান উল্লাহ মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ও অর্থ মন্ত্রীর একান্ত সচিব মোঃ ফরিদ আজিজ। বক্তব্য রাখেন সংবর্ধিত চেয়ারম্যান রতন শিকদার, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা মোঃ আলতাফ হোসেন , ভাইস চেয়ারম্যান মিলন সরকার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, উপজেলা যুবলীগের সদস্য সচিব দেলোয়ার প্রমূখ। পরে ইসলামী সাংস্কৃতিক শিল্পগোষ্টি সংগীত পরিবেশন করেন।

আর পড়তে পারেন