শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মেঘনায় যুবকের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার মেঘনা উপজেলায় নিখোঁজের তিন দিন পর নদীতে ভেসে উঠে শাহজালালের মরদেহ,ময়না তদন্ত ছাড়াই দাফন সম্পন্ন করে এলাকাবাসী। উপজেলার চালিভাংগা ইউনিয়নের রামপ্রসাদের চর গ্রামের মৃত হাসেম মিয়ার ছেলে মো: শাহজালাল প্রতিদিনের মত মাছ ধরতে বুধবার দিবাগত রাতে মেঘনা নদীতে যায়। পর দিন বৃহস্পতিবার সকালে বাড়ি না ফেরায় পরিবারের ও গ্রামের লোকজন নদীতে খোঁজ নিতে গেলে নৌকা, জাল পায় কিন্তু শাহজালালকে পাওয়া যায়নি।

এ বিষয়ে মেঘনা থানায় যোগাযোগ করলে বলেন এমন কোন তথ্য আমাদের কাছে নেই কেউ জিডি বা অভিযোগ করেনি। শুক্রবার (৩০ মার্চ) সকালে উপজেলার নলচর গ্রামের কাছাকাছি মেঘনা নদীতে শাহজালালের মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী তাৎক্ষণিক জানাজা সম্পন্ন করে কোন প্রকার ময়না তদন্ত ছাড়াই জুম্মার নামাজের আগে দাফন করে।

এ বিষয়ে শুক্রবার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম সামসুদ্দিন এর নিকট জানতে চাইলে তিনি বলেন , কেউ অভিযোগ করলে ময়নাতদন্ত করবো, এটা কারো কোন অভিযোগ নেই।

আর পড়তে পারেন