শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মেঘনায় প্রতি মন্ডপে ৫ ০০ কেজি আতপ চাল সরকারী সহায়তা

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৪, ২০১৭
news-image

 

এম এইচ বিপ্লব সিকদার:

কুমিল্লার মেঘনা উপজেলায় প্রতি মন্ডপে ৫০০ কেজি করে আতপ চাল পেয়েছে সরকারী সহায়তা। পুরো উপজেলায় ৪ টি মন্ডপে চলছে পূজা উৎসব ।

পূজা কমিটির তথ্যমতে, উপজেলার ২১  টি গ্রামে প্রায় ১ হাজার ১৯৫ টি পরিবার হিন্দু ধর্মাবলম্বী। এর মধ্যে জেলে সম্প্রদায়ই সবচেয়ে বড় জনগোষ্ঠী।  প্রায় ১০ হাজার লোকের জনবসতি । বড়,জনগোষ্ঠীর মধ্যে ৪ স্থানে শারদীয় দূর্গোৎসব  পালিত হচ্ছে।শিকির গাঁ পূজা মন্ডপ,মাতাবের কান্দি পূজা মন্ডপ, রাধানগর পূজা মন্ডপ,খাগকান্দা পূজা মন্ডপে চলছে উৎসব। হিন্দু ধর্মাবলম্বী দের মধ্যে দেখা গেছে আনন্দের জোয়ার।

পূজা উদযাপন কমিটির মেঘনা শাখার সভাপতি শংকর দাস বলেন,এ বছর আমাদের উপজেলায় ৪ টি মন্ডপে চলছে পূজা। আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো । সকল সম্প্রদায়ের লোকদের সহায়তায় আমাদের পূজা উদযাপিত হয়। সরকারের আর্থিক সহ যোগিতা সম্পর্কে বলেন, প্রতিটি মন্ডপে খরচ হয় প্রায় দুই লক্ষ টাকা, সরকারের দূর্যোগ ব্যাবস্থাপনা শাখা থেকে আমাদেরকে প্রতি মন্ডপে ৫০০ কেজি আতপ চাল দিয়েছে যার মূল্য সাড়ে ১২ হাজার টাকা । এ টি নামে মাত্র অনুদান।সরকার যদি আর্থিক সহযোগিতা বাড়িয়ে দিত আরো মন্ডপে পূজা হতো।

আর পড়তে পারেন