শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মেঘনায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১১

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৮, ২০১৭
news-image

 

এম এইচ বিপ্লব সিকদার:

কুমিল্লার মেঘনা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে  দুই গ্রুপের সংঘর্ষে  উভয় গ্রুপের অন্তত ১১ জন আহত হয়েছে ।

বুধবার (২৮ জুন) বিকেলে উপজেলার খিরাচক বাজারে ঘটনাটি ঘটে।

আহতরা হলেন,রেজাউল করিমের ছেলে শান্ত করিম,দেলোয়ার মেম্বার,বিল্লাল,ইকবাল,বৃন্ত,গিয়াস উদ্দিন,মহসিন নয়ন,রজব আলী গ্রুপের কাইয়ুম,মনির হোসেন,আল আমিন। আহতদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বহু বছর যাবত রেজাউল করিম গ্রুপ আর রজ্জব আলী ঢালী গ্রুপের মধ্যে বিরোধ চলছিল । প্রায়ই এদের মধ্যে হামলা মামলা হয়ে থাকে । এর ধারাবাহিকতায় বিকেলে খিরাচক বাজারে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে পরিনত হয়।

এ ব্যাপারে শান্ত করিম বলেন,আমরা খিরাচক বাজারে বসেছিলাম । হঠাৎ  জুয়েল,আল আমিন,মাঈনুদ্দিন, মজিবর,সানাউল্লাহ,শাহ আলী,মতিন জানি, সজল,শহিদসহ কয়েকজন লোক আমাদের সাথে কথা কাটাকাটি শুরু করে। পরে আমাদের কিছু মুরুব্বী আমাদেরকে সরিয়ে নিয়ে আসে কিন্তু পূর্ব পরিকল্পিতভাবে উৎ পেতে থাকা রজব গ্রুপের লোকেরা আমাদের উপর দেশীয় রামদা,লাঠি সোঠা নিয়ে আক্রমন চালায়।এদিকে রজব আলী গ্রুপের আমান উল্লাহ ঢালী বলেন,আমি সেখানে ছিলাম না, আমার ছেলে ঈদ উপলক্ষে বাড়িতে আসে ঘোরার জন্য ক্ষিরাচক বাজারে আসে । তারপর কথা কাটাকাটি করে আমাদের লোকদের উপর হামলা করে । শান্ত যে অভি্যোগ করেছে তা মিথ্যা। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি, তবে উভয় গ্রুপ মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়। এ ব্যাপারে মেঘনা থানার ভার প্রাপ্ত কর্মকর্তা এস এম সামসুদ্দিনকে একাধিকবার ফোন করেও পাওয়া  যায়নি।

আর পড়তে পারেন