শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মেঘনায় এসএস সি পাসে শীর্ষে সাহেরা লতিফ বালিকা উচ্চ বিদ্যালয়

আজকের কুমিল্লা ডট কম :
মে ৬, ২০১৮
news-image

 

এম এইচ বিপ্লব সিকদার :

কুমিল্লার মেঘনা উপজেলায় এস এস সি ও দাখিল ২০১৮ পরিক্ষায় পাশের হার ৮৯.৩২% জিপিএ ৫ পেয়েছে মোট ১৪জন,মানিকার চর সাহেরা লতিফ বালিকা উচ্চ বিদ্যালয় শতভাগ পাশ করে শীর্ষে রয়েছেন।

আজ সারাদেশে এসএস সি ও দাখিল পরিক্ষা ২০১৮ ফল ঘোষনা করা হয়।এর ধারাবাহিকতায় উপজেলার ৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৯০৮ জন পরিক্ষার্থী অংশ নেয় এর মধ্যে ৮১১ জন উত্তীর্ণ হয় ৮৯.৩২% লাভ করে।শিক্ষা অফিস সূত্রে জানা যায় মানিকার চর সাহেরা লতিফ বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট ৮২জন পরিক্ষার্থী অংশ নিয়ে ৮২ জন উত্তীর্ণ হয় এর মধ্যে ৫ জন জিপিএ ৫ পায়।মানিকার চর এল এল মডেল উচ্চ বিদ্যালয়ে মোট ১৩২ জন পরিক্ষার্থী অংশ নিয়ে ১২৬ জন উত্তীর্ণ হয়, ৯৫.৪৫% এর মধ্যে জিপিএ ৫ পায় ৪ জন।

মুজাফফর আলী স্কুল এন্ড কলেজে মোট ৭২জন পরিক্ষার্থী অংশ নেয় এর মধ্যে ৬৮জন উত্তীর্ণ হয়,৯৪.৪৪%।লুটের চর মফিজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে মোট ১১৩জন পরিক্ষার্থী অংশ নেয় উত্তীর্ণ হয় ৯৯জন, ৯৭.৬১%।মুগার চর কে আলী উচ্চ বিদ্যালয়ে ৯০জন পরিক্ষার্থী অংশ নেয় এর মধ্যে উত্তীর্ণ হয় ৮৮জন ১জন জিপিএ ৫ পায়, ৯৭.৭৮%।দৌলত হোসেন উচ্চ বিদ্যালয়ে ২০১ জন পরিক্ষার্থী অংশ নেয় এর মধ্যে ১৬১জন উত্তীর্ণ হয় জিপিএ ৫ পেয়েছে ১ জন,৮০.১০%।

শেখের গাঁ আব্দুল অদুদ মুন্সী উচ্চ বিদ্যালয়ে মোট ৬০জন পরিক্ষার্থী অংশ নেয় ৩৮জন উত্তীর্ণ হয়,৬৩.৩৩%।ব্রাম্মনচর নোয়াগাও দাখিল মাদ্রাসায় মোট পরিক্ষার্থী ৩৩জন উত্তীর্ণ হয় ১৩জন।ফলাফলের বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন বলেন বিগত বছর গুলো থেকে এবার আমরা প্রতিটি বিদ্যালয়কে লেখা পড়ার ক্ষেত্রে প্রচন্ড চাপের মুখেই রেখেছিলাম ফলে এবার ভালো ফল করেছে।

আর পড়তে পারেন