শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মেঘনায় অবৈধ বালু উত্তোলনে ৬ জনের সাজা, দুটি ড্রেজার জব্দ

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৩০, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে একমাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ সময় ২টি ড্রেজার জব্দ করা হয়েছে।

মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায় নেতৃত্বে শুক্রবার দিনভর মেঘনা উপজেলার মেঘনা নদীর নলচর সাপমারা এলাকায় এ অভিযান চালানো হয়েছে।

ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্তরা হলেন- শহীদ মিয়া(৩০), আশাদ উল্লাহ(৩৫), ইকবাল হোসেন(২৭), মামুন মিয়া(৩০), আলমাস মিয়া(৫৫) ও জনি(২২)।

মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায় বলেন, হাইকোর্টের স্থগিতাদেশ এবং পেরিফেরি এলাকার সীমানা লংগন করায় মোবাইল কোর্টের মাধমে ৬জনকে একমাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে এবং দুটি ড্রেজার জব্দ করা হয়েছে।

উল্লেখ্য যে, গত ২৭ অক্টোবর “মেঘনায় বালু উত্তেলন বন্ধে হাইকোর্টের স্থগিতাদেশ ” শিরোনামে আজকের কুমিল্লায় একটি প্রতিবেদন প্রকাশ করে।

আর পড়তে পারেন