বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মেঘনার ড. শাহিন মোহাম্মদের পিএইচ ডি ডিগ্রি লাভ

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৬, ২০১৭
news-image

 

মেঘনা প্রতিনিধি:

কুমিল্লার মেঘনা উপজেলার ড. শাহিন মোহাম্মদের পিএই ডি ডিগ্রি লাভ করেছেন।তিনি উপজেলার বড়কান্দা ইউনিয়নের আ: রশিদের ছেলে।  নিউজিল্যান্ডের Massey University হতে “কমপ্লেক্সিটি অফ ইন্টারন্যাশনাল একাউন্টিং রেগুলেশন্স এন্ড ইটস ইমপ্যাক্ট অন অডিট এন্ড ফিনান্সিয়াল এনালিস্ট”-এর উপর পিএইচডি ডিগ্রী লাভ করেছেন ।

ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. শাহীন মোহাম্মদ ২০১৪ সালে Massey University, New Zealand থেকে Doctoral Scholarship বৃত্তি লাভ করে পিএইচডি গবেষণা শুরু করেন.। ড.  শাহীন মোহাম্মদ  গবেষণা চলাকালীন  সময়ে নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সি অফ টেকনোলজি (AUT ), রয়েল বিসনেস কলেজ, UUNZ  ইনস্টিটিউট অফ বিসনেস, এবং  ইউনিভার্সিটি অফ সাউথেরন কুইন্সল্যান্ড (USQ ) তে লেকচারার হিসেবে  কর্মরত ছিলেন.  তার  পিএইচডি গবেষণার তত্তাবধায়ক ছিলেন Dr Haiyan Jiang and Dr. Warwick Stent।

আর পড়তে পারেন