বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মৃত্যুর আগে মুক্তিযোদ্ধার তালিকায় নামটি দেখে যেতে চান রণাঙ্গণের যোদ্ধা হাবিবুর রহমান

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৪, ২০১৮
news-image

মহিউদ্দিন ভূইয়াঃ
স্বাধীনতার এত বছর পরেও মুক্তিযোদ্ধার তালিকায় নাম আসেনি রণাঙ্গণের মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান মজুমদারের । তার গ্রামের বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নলকুড়ি গ্রামে।

তিনি কুমিল্লা ২ নং সেক্টরে কে এম সফিউল্লার যুদ্ধ কর্মসূচিতে অংশগ্রহণ করেন । এর আগে ভারতের আসামের লোহারবনে যুদ্ধের ট্রেনিং নিয়ে আসেন । তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কনেশতলা,ফুলতলি,যশপুর ও বানিপুর এলাকা ছাড়াও ভারতের সোনামুড়া এলাকার মাছিমা ক্যাম্পের ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালন করেন । যুদ্ধ শেষে ১৯৭৪ সালের ৬ই ডিসেম্বরে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে তদন্ত কর্মকর্তা হিসাবে ঠাকুরগাঁ জেলায় যোগদান করেন । দীর্ঘদিন কৃষি ব্যাংকে চাকুরি করে এ জি এম পদ থেকে বিগত ২০০৮ সালের ৩১ জানুয়ারি চাকরি থেকে অবসর নেন। নিজের জেলা থেকে দূরবর্তী জেলায় চাকরি করতে গিয়ে মুক্তিযুদ্ধের তালিকায় আবেদন করতে পারেননি ।

মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান জানান, মৃত্যুর আগে সরকারি তালিকায় মুক্তিযোদ্ধা হিসেবে তিনি তার নামটি দেখে যেতে চান। জীবন বাজি রেখে যুদ্ধ করেছি দেশের জন্য, দেশের মানুষের জন্য। তাই মরার আগে স্বীকৃতি পেতে চাই।

আর পড়তে পারেন