বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে গাছের ডাল কাটা নিয়ে বিরোধের জের ধরে কৃষক খুন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২, ২০১৭
news-image

 

সাইফুল ইসলামঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানায় গাছের ডালা কাটা নিয়ে বিরোধের জের ধরে কালন মিয়া (৪৮) নামে এক কৃষক প্রতিপক্ষের হাতে নিহত হয়েছেন।

নিহত কালন মিয়া মুরাদনগর উপজেলার নবগঠিত বাঙ্গরা থানাধীন মোখলেসপুর গ্রামের মৃত. আঃ রশিদ মিয়ার পুত্র।

বুধবার (২ আগষ্ট) বিকেলে মোখলেসপুর গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেল ৩ টার দিকে কালন মিয়ার ঘরের চালার উপর পড়ে থাকা গাছের ডালা কাটতে গেলে প্রতিবেশী আব্দুর রউফ মিয়ার পুত্র নূরে আলম (১৬), কন্যা কল্পনা(১৮), শান্তনা (১৭) ও স্ত্রী পারভীন (৪০) এসে বাঁধা প্রদান করেন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে কালন মিয়াকে লাঠি পেটা করে মাটিতে ফেলে কিল, ঘুষি মেরে মারাত্মক আহত করে নুরে আলম। এ সময় কালন মিয়ার কণ্যা নাজমা আক্তার(১৮) ও পুত্র মহসীন (১৬) এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে মারাত্মক আহত করে। এ সময় নাজমার ডান পা ভেঙ্গে যায়।

স্থানীয়রা তাদের দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কালন মিয়াকে মৃত ঘোষনা করেন।

অপর আহত নাজমা ও তার ভাই মহসীনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হয়।

এ ব্যপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, যেহেতু নিহতের লাশটি বাঙ্গরা থানার মোখলেসপুর গ্রামের সেহেতু মামলা ও লাশ ময়নাতদন্তের জন্য বাঙ্গরা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে। আর লাশটি যেহেতু দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে সেহেতু আমাদের মাধ্যমে লাশের ছুরতহাল তৈরী করা হবে।

 

আর পড়তে পারেন