শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগর সদর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ শুরু

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৫, ২০১৯
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর প্রতিনিধিঃ
ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের আওতাধীন ভিজিএফ এর কার্ডধারী ৭শত ৪৫ পরিবারের মধ্যে চাল বিতরণ শুরু হয়েছে। প্রত্যেক কার্ডধারী পাবেন ১৫ কেজি করে চাল।

সোমবার (০৫ আগস্ট) বিকেলে উপজেলার ১৩নং সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চাউল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)।

উপজেলা সূত্রে জানা যায়, উপজেলা সদর ইউনিয়ন এলাকায় ১১ হাজার ১শত ৭৫ কেজি খাদ্যশস্য বিতরণ করা হবে।
ইউপি সদস্য আক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ।

অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, বাঙ্গরাবাজার থানার অফিসার ইনর্চাজ (ওসি) মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার মুমিনুল হক, জেলা পরিষদ সদস্য (ভিপি) জাকির হোসেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আহসান হাবীব শামীম, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য ও মুরাদনগর বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, আওয়ামী সেচ্ছাসেবকলীগ নেতা আজিজুল হক, ইউপি সচিব রফিকুল ইসলাম, ইউপি সদস্য মনিরুজ্জামান, ইদ্রিস মিয়া, শাহিনুর আক্তার, সাহেদুল হক সুজন, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শফিক তুহিন প্রমুখ।

আর পড়তে পারেন