বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে শিশু অপহরণের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৭, ২০১৯
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবীর তিন ঘন্টার মধ্যে অপহৃত শিশুকে উদ্ধারের ঘটনায় গ্রেফতার হওয়া ৩ জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৮নং আমলী আদালতে আসামী কবির হোসেন, দেলোয়ার হোসেন ও রাসেল মিয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
পুলিশ জানায়, শিশু অপহরণ ও মুক্তিপণ দাবীর ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয় তারা। জবানবন্দি রেকর্ড শেষে, তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক ইরফানুল হক। অপরদিকে অপহৃত শিশু তাফসির (৫) কুমিল্লার আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদান করে।

গত মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে মুরাদনগর উপজেলার নহল গ্রামের প্রবাসী আক্তার হোসেনের ছেলে তাফসিরকে অপহরণ করে ৪লক্ষ টাকা দাবি করা হয়। এই ঘটনা মুরাদনগর থানায় জানানোর তিন ঘন্টার মধ্যে উপজেলার শুশুন্ডা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে অপহরণকারী চক্রের মূল হোতা কবির হোসেন, জোহরা বেগম, দেলোয়ার হোসেন ও রাসেল মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

আর পড়তে পারেন