শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে মোবাইল ফোন কিনতে নিষেধ করায় ছেলের আত্নহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৩০, ২০১৭
news-image

 

মাহবুব আলম আরিফ,মুরাদনগর :
মোবাইল কিনে না দেয়ায় অভিমান করে বাপ্পি চক্রবর্তী(১৯) নামের এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সে কুমিল্লা মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় গ্রামের রতন চক্রবর্তীর ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাপ্পি চক্রবর্তী তার বাবা রতন চক্রবর্তীকে একটি মোবাইল ফোন কিনে দিতে বলে। কিন্তু দরিদ্র বাবা মোবাইল ফোন কিনে দিতে ব্যর্থ হন। এতে অভিমান করে বাপ্পি চক্রবর্তী তার নিজ ঘরের দরজা-জানালা বন্ধ রেখে গলায় ফাস দিয়ে আত্মহত্য করে।
মুরাদনগর থানার পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, মোবাইল ফোন কিনে না দেয়ায় সে অভিমান করে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

আর পড়তে পারেন