শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে মাদকাসক্তকে ভ্রাম্যমান আদালতে আট মাসের কারাদন্ড

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৪, ২০১৯
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ বাবার অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাত ১০টায় আট মাসের কারাদন্ড দিয়েছে উপজেলা নিবার্হী অফিসারের ভ্রাম্যমান আদালত।

সাজাপ্রাপ্ত আসামী হলেন, উপজেলার ধামঘর গ্রামের চরু মিয়ার ছেলে ফারুক মিয়া (৩০)।
জানা যায়, উপজেলার ধামঘর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে চরু মিয়া ও তার স্ত্রীকে মাদকাসক্ত ছেলে ফারুক মিয়া প্রতিনিয়ত মাদক কেনার টাকা না পেলে তাদেরকে মারধর করত। এ ঘটনায় অতিষ্ঠ হয়ে বাবা চরু মিয়া গত মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে মুরাদনগর নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে একটি লিখিত অভিযোগ করেন। পিতার অভিযোগের ভিত্তিতে পুলিশের সহায়তায় ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকাসক্ত ছেলে ফারুককে আটক করে রাত ১০টায় ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।

মুরাদনগর উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিষেক দাশের উপস্থিতিতে অভিযোক্ত যুবকের মাদকাসক্তির সত্যতা উদঘাটিত হওয়ায় মাদকাসক্ত যুবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আট মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ আহাম্মেদ বলেন, সাজাপ্রাপ্ত আসামীকে শনিবার সকালে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

আর পড়তে পারেন