বুধবার, ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৫, ২০১৯
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
‘‘বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় বৈষম্য ও দূর্নীতি নিপাত যাক, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন মুক্তিপাক’’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা ব্যবস্থা জাতীয় করন ও এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের বেতন হতে ১০% কর্তন বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন ও আলোচনা সভা করেছে বাংলাদেশ বেসরকারী শিক্ষক কর্মচারী ফোরাম কুমিল্লা জেলা শাখা।

শনিবার দুপুরে মুরাদনগর নূরুন্নাহার বালিকা বিদ্যালয়ে সভায় লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের উপজেলা সভাপতি ও কাজী নোমান আহাম্মদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলাম।

শিক্ষক ও সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, আন্তর্জাতিক সম্পাদক কামরুল হাছান, যুগ্ম-আন্তর্জাতিক সম্পাদক ড: মনিরুজ্জামান, মামুনুর রশিদ, নূরুন্নাহার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাছিনা আক্তার, হোমনা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবদুস সাত্তার ভুইয়া, চান্দেরচর আলীম মাদ্রাসার প্রভাষক মনিরুল ইসলাম প্রমুখ।

আর পড়তে পারেন