বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জের ধরে হত্যা

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৬, ২০১৭
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :

কুমিল্লা মুরাদনগরে বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের পূর্ব শত্রুতার জের ধরে বাক বিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের ধাক্কা খেয়ে মাটিতে পড়ে নজরুল ইসলাম নান্নুর (৬৫) মৃত্যু হয়।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার কামাল্লা ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে ওই ঘটনা ঘটেছে।

নিহত নজরুল ইসলাম নান্নু উপজেলার নেয়ামতপুর গ্রামের মৃত. আক্কাছ আলী চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত ২ মাস ধরে আঃ করিমের সাথে বাড়ির সীমানা নিয়ে নজরুল ইসলাম নান্নুর দ্বন্দ্ব চলে আসছিলো। দুপুরে নজরুল ইসলাম নান্নু ও প্রতিবেশি দোকানদার করিম মিয়ার সাথে বাড়ির সীমানা নিয়ে বাকবিতন্ডা চলছিল। এক পর্যায়ে করিম মিয়ার স্ত্রী নাছিমা আক্তার (৪০) পিছন থেকে এসে ধাক্কা দিয়ে নজরুল ইসলাম নান্নুকে মাটিতে ফেলে দিলে ঘটনাস্থলে সে জ্ঞান হারায়। পরে তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে ।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর চিকিৎসক মানিক বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই রোগির মৃত্যু হয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ থানায় নিয়ে আসা হয়েছে, মামলার প্রক্রিয়া চলছে।

আর পড়তে পারেন