শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে বার্ষিক ক্রীড়া ও মেধাভিত্তিক পুরস্কার বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৯, ২০২০
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর আকাব্বরের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও মেধা ভিত্তিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হাসেম হাসুর সভাপতিত্বে প্রধান অতিথির ছিলেন, আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআইর সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

ব্যবসায়ী নাজমুল হাসানের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম কিশোর, উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ হারুন আল রশীদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হানিফ সরকার, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুন্ম আহবায়ক মোঃ রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সাহেদ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহম্মেদ নাহিদ, রামচন্দ্রপুর দাখিল মাদরাসার সভাপতি গোলাম তৌহিদ মোবারক, অধ্যাপক আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহমদ চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী জীবন মিয়া মেম্বার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা বেগম প্রমুখ।

আর পড়তে পারেন