শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে ফেসবুকে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র প্রচার ও বিক্রির অভিযোগে একজন আটক

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৮, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ফেসবুকে এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র প্রচার ও বিক্রির অভিযোগে কৃমেল ভৌমিক (১৯) নামের এক যুবককে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

রোববার (৮ এপ্রিল) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক হওয়া কৃমেল ভৌমিক (১৯) মুরাদনগর উপজেলার ধামগড় মধ্যপাড়া গ্রামের কৃষ্ণচন্দ্র ভৌমিকের ছেলে।

কুমিল্লা-র‌্যাব-১১, সিপিসি-২ সূত্র জানায়, শনিবার (৮ এপ্রিল) দিনগত রাত সোয়া ১ টায় র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি আভিযানিক দল মেজর মোঃ আতাউর রহমান এবং এএসপি কল্লোল কুমার দত্ত এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে জেলার মুরাদনগর উপজেলার ধামগড় মধ্যপাড়া গ্রামের কৃষ্ণচন্দ্র ভৌমিকের বাড়িতে অভিযান চালিয়ে কৃমেল ভৌমিককে আটক করে। এই সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলে এইচএসসি পরীক্ষা ২০১৮ এর বিভিন্ন প্রশ্নপত্র প্রদান করার জন্য ফেইসবুকে স্ট্যাটাস দেয়ার প্রমাণ পাওয়া যায়। এছাড়াও মেসেঞ্জার এর মাধ্যমে বিভিন্ন জনের সাথে প্রশ্নপত্র প্রদান সম্পর্কিত কথোপকথনের তথ্য পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও মেসেঞ্জার ব্যবহার করে অসাধু প্রতারক চক্র হতে ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ করে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের নিকট গোপনে বিতরণ করছিল। এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আর পড়তে পারেন