শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে প্রশ্ন ফাঁসকারির ২ বছরের কারাদন্ড

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৩, ২০১৮
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রশ্নপত্র ফাঁস ও সমাধানসহ খাইরুল ইসলাম (২১) নামের এক প্রশ্ন ফাঁসকারিকে হাতে নাতে ধরে ফেলে তাকে ২ বছরের কারাদন্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টায় উপজেলার রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনারের পাশ থেকে প্রশ্নপত্র ফাঁসকারি খাইরুল ইসলামকে আটক করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রায়হান মেহেবুব। পরে তাকে ২ বছরের কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

আটক হওয়া খাইরুল ইসলাম উপজেলার কামাল্লা ইউপির নোয়াগাঁও গ্রামের তারিকুল ইসলামের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিতু মরিয়ম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়ম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই প্রশ্ন ফাঁসকারীর তথ্য জানতে পেরে ছদ্মবেশীয় কৌশল অবলম্বন করে তাকে আটক করা হয়েছে।

আর পড়তে পারেন