শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে প্রধানমন্ত্রীর ৭৩-তম জন্মদিন উদযাপিত

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৮, ২০১৯
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
কুমিল্লার মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদ্যাপন করেছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন।

শনিবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা। পরে স্থানীয় সংসদ সদস্যর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ আহম্মদ হোসেন আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।
উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর। এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হানিফ সরকার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন আল রশিদ, সৈয়দ আবদুল কাইয়ুম খসরু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল কালাম আজাদ তমাল, কুমিল্লা জেলা পরিষদের সদস্য খাইরুল আলম সাধন, ভিপি জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান সফু মিয়া সরকার, কামাল উদ্দিন, কাজী আবুল খায়ের, আবদুল লতিফ সরকার, শরিফুল ইসলাম, সফিকুল ইসলাম, সদর ইউপি সদস্য আক্তার হোসেন, উত্তর জেলা শ্রমীকগীগের সহ-সভাপতি আহসান হাবিব শামীম, উপজেলা যুবলীগে যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সাহেদ, বাঙ্গরা বাজার থানা কৃষকলীগের আহবায়ক আবু মুছা আল কবির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক রহিম পারভেজ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহম্মেদ নাহিদ, যুগ্ম আহবায়ক সফিক তুহিন, মেজবাহ উদ্দিন, ইউপি সদস্য সাহেদুল হক সুজন, যুবলীগ নেতা কবির হোসেন, সাইফুল ইসলাম মতি, জাহাঙ্গীর আলম প্রমুখ। আলোচনা শেষে জন্মদিনের কেক কাটার পর উপজেলা কবি নজরুল মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী নিয়ে তৈরি বিশেষ প্রামান্য চিত্র প্রদর্শনী করা হয়।

আর পড়তে পারেন