শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে নতুন ঘর পেলেন ৩৭৬টি দরিদ্র পরিবার প্রধানমন্ত্রী বেঁচে থাকলে দেশে কেউ গৃহহীন থাকবে না :ইউসুফ হারুন এমপি

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৬, ২০১৯
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকলে দেশে কেউ গৃহহীন থাকবে না। কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক আশ্রয়ন প্রকল্প-২এর আওতায় ‘যার জমি আছে ঘর নাই, তার নিজ জমিতে ঘর নির্মাণ’ প্রকল্পের মাধ্যমে ২২ টি ইউনিয়নে নির্মিত ৩৭৬টি আধা পাকাঘর সমসংখ্যাক দরিদ্র পরিবারের মাঝে ঘরের “নাম ফলক” বিতরণের সময় প্রধান অতিথির বক্ত্যব্যে একথা বলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ¯স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে কৃষক মজদুর ও শ্রমজীবিদের নিয়ে চিন্তা করতেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সমাজের সাধারন নিম্নবিত্তদের নিয়ে সর্বদা চিন্তা করেন।

শনিবার সকালে উপজেলা পরিষদ মাঠে ঘরের নাম ফলক বিতরণ শেষে ৭৯টি হতদরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও অগ্নিকান্ডে ক্ষতিগ্র¯’ ৩৬টি পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়মের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরু ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ম. রুহুল আমীন।

বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই খান, নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, ব্যাটেনারী সার্জন মাসুদ আলম, কুড়াখাল কুড়ুন্ডি মাদ্রাসার সুপার মাও: জসিম উদ্দিন, পাহাড়পুর ইউপি সচিব চন্দন কুমার দাস, উপকারভোগীদের মধ্যে আছমা বেগম, সবুজ সরকার।

এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আঃ লতিফ সরকার, বাবুল আহম্মেদ মোল্লা, রুহুল আমীন, কাইয়ুম ভূইয়া, এ,কে,এম সফিকুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান, নজরুল ইসলাম, আবুল হাশেম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রমেন কুমার সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আফজাল আহম্মেদ সবুজ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মুরাদনগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমূখ। পরে উপজেলা পরিষদের মুরাদনগর কিন্ডার গার্ডেনে শিক্ষা উপকরণ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি।

 

আর পড়তে পারেন