শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে টিভি-কাপ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৬, ২০২১
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে উৎসব মূখর পরিবেশে মরহুম হারুন-অর-রশিদ এমপির স্মরণে ভুবনঘর যুব সমাজের উদ্যোগে টিভি-কাপ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে উপজেলার ধামঘর ইউনিয়নের ভুবনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন ‘ভুবনঘর হঠাৎ আক্রমন একাদশ’ বনাম ‘চৌধুরীকান্দি বিন্দু নবজাগরণ একাদশ’ এর মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক সোহরাব হুসাইন বেলালের সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়্যারম্যান এ্যাড. আবুল কালাম আজাদ তমাল।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক সানাউল্লাহ সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আল আরাফা ইসলামী ব্যাংকের এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ জহিরুল হক শামিম, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ কাউছার আহমেদ, খোকন চন্দ্র সরকার, মোঃ হুমায়ুন সরকার, মোঃ আল আমিন ভূইয়া, জাহাপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কফিল উদ্দিন, ওমান প্রবাসী রুবেল হাসান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, পূর্বধৈর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সফিক তুহিন, সদস্য হাফিজ খান প্রমূখ।
উক্ত খেলাটি পরিচালনা করেন, লুৎফুর রহমান, হালিম শেখ, সাইফুল ইসলাম বাবু, সাইদুল ইসলাম, গোলাম মাসুক সরকার, কামরুল ইসলাম, মোঃ আরিফ সরকার।

খেলায় ভূবনঘর হঠাৎ আক্রমন একাদশ টসে জিতে চৌধুরীকান্দি বিন্দু নবজাগরন একাদশকে ব্যাটিংয়ে দিলে প্রথমার্ধে খেলায় নবজাগরন একাদশ ৫৫ রানের টার্গেট দেয়। দ্বিতীয়ার্ধের খেলায় ভূবনঘর হঠাৎ আক্রমন একাদশ ব্যাটিংয়ে নেমে নবজাগরন একাদশকে ৮ উইকেটে হারিয়ে জয় লাভ করে।

আর পড়তে পারেন