শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে জন্মদিনের নামে অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে সচেতনতামূলক সভা

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৬, ২০২০
news-image

 

মাহবুব আলম আরিফঃ

কুমিল্লার মুরাদনগরে জন্মদিনের নামে অপসংস্কৃতি থেকে বেড়িয়ে আসার জন্য সচেতনতামূলক সভা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার সকালে উপজেলা সদরের ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ ও মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জন্মদিনের নামে কোন অপসংস্কৃতিতে জড়ানো যাবেনা। যদি কেউ এ ধরনের অপসংস্কৃতির সাথে জড়িত থাকে তাহলে স্কুল প্রধানের কাছে অনুরোধ থাকবে আপনারা ভালোভাবে খোঁজ নিয়ে ঐসব শিক্ষার্থীদের অভিবাবকদের অবহিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।

মাদক সেবন, ইভটিজিং ও রাতের বেলা লেখাপড়া বাদ দিয়ে ঘুরাঘুরি থেকেও বিরত থাকার জন্য শিক্ষার্থীদের আহবান জানান।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনির হোসেন খাঁনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শাহ জাহান, সহকারি শিক্ষক মাও: আবদুল কাদের, চিরঞ্জিত রায়, ময়নাল হোসেন সরকার, আবদুল হাই, গোলাম ফারুক মুন্সী সালেহ মুসা, সুমন চন্দ্র ভৌমিকসহ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা।

আর পড়তে পারেন