শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৫, ২০১৯
news-image

 

মাহবুব আলম আরিফ :

কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুলাই) বিকেলে ছালিয়াকান্দি ইন্দ্র ভূষন উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম বলেন, সম্প্রতিক সময়ে একটি কুচক্রিমহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে যে, পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথা লাগবে তা না হলে পদ্মাসেতুর পিলার বসবে না। এটা সম্পূর্ণ গুজব। এইসব গুজবে কেউ কান দিবেন না। কেউ যদি এ ধরনের মিথ্যা গুজব ছড়ায় তাহলে আপনারা সেই গুজব কারিকে আইন-শৃঙ্খলাহিনীর হাতে তুলে দিন।

ছালিয়াকান্দি ইন্দ্র ভূষন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুরা দাস চন্দ্র পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিন, সদস্য আরিফুল ইসলাম সাহেদ, সাংবাদিক বেলাল উদ্দিন আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের আহবায়াক ফয়সাল আহম্মেদ নাহিদ, ছালিয়াকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ বশির, ইউপি সদস্য কামাল হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, আহসান হাবিব শামীম, কেএম শারফিন শাহ, মিজানুর রহমান মনির, আবিদ আলী, সোহরাব হোসেন বেলাল, ফাইজুল, মনির খাঁন, ওমর ফারুক দেলোয়ারসহ বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকবৃন্দ।

আর পড়তে পারেন