শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে ইবতেদায়ী মাদ্রাসার নির্মাণ কাজের উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২১, ২০১৯
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের মোস্তফাপুর গ্রামবাসীর উদ্যোগে ইবতেদায়ী মাদ্রাসার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার মোস্তফাপুর গ্রামে মোস্তফাপুর ইসলামিয়া সুন্নিয়া ইবতেদায়ী মাদ্রাসা’ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ সরকার।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও জমিদাতা হাজী আবদুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়ন আ’লীগের সভাপতি মনিরুজ্জামান, আওয়ামী যুবলীগের সভাপতি আবু মুছা, ইউপি সদস্য বাচ্চু মিয়া, ইউপি সদস্য শাহ জালাল, আবু তাহের, আবদুল মজিদ, ওয়ালিদসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

মোস্তফাপুর ইসলামিয়া সুন্নিয়া ইবতেদায়ী মাদ্রাসাটি নির্মানের জন্য এলাকার প্রবীন ব্যাক্তি হাজী আবদুল বাতেন ৩৩শতক জমি মাদ্রাসার নামে লিখে দেন এবং ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ সরকারসহ এলাকার স্থানীয়রা মাদ্রাসাটি নির্মানের জন্য আর্থিক ভাবে সহায়তা করেছেন।

আর পড়তে পারেন