বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে ইংরেজি বির্তক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৮, ২০১৯
news-image

 

মাহবুব আলম আরিফ,মুরাদনগরঃ

কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় সাবেক এমপি মরহুম হারুনুর রশিদ ফাউন্ডেশনের উদ্যোগে আন্তঃ স্কুল ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই বিতর্ক অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয় ও পাঁচপুকুরিয়া বাজার উচ্চ বিদ্যালয় প্রতিদ্বন্দিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।

কাজী নোমান আহাম্মদ ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, পাঁচপুকুরিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা কবির আহাম্মদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা রমেন কুমার সাহা, একাডেমিক সুপারভাইজার কুহিনুর বেগম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গাজীউল হক চৌধুরী, কামারচর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোসলেহ্ উদ্দিন, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাছিনা আক্তার, কোরবানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল নাইম ভূইয়া, নবীয়াবাদ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ বদিউল আলম প্রমুখ।

জানা যায়, ৯ই সেপ্টেম্বর উপজেলার ৩২টি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার ৯৬জন শিক্ষার্থী নিয়ে ৩২জন শিক্ষকের সহযোগিতায় এই ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়।

বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে কোম্পানীগঞ্জ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে পাঁচপুকুরিয়া বাজার উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

আর পড়তে পারেন