শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত,

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৯, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ সময় সংঘর্ষে একজন ইউপি সদস্যসহ আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত পৌণে ১২ টায় উপজেলা সদরের রহিমপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আ’লীগ নেতা ফারুক মিয়া (২৮) ও সাইদুর রহমান (২৬)

স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে রাতে স্থানীয় ইউপি সদস্য আলী আশরাফ ও আলাউদ্দিন আনিস গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে আওয়ামী লীগ কর্মী ফারুক ও সাঈদুর মারাত্মক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’এ ঘটনায় কয়েকটি বাড়িতে ভাঙ্গচুরের ঘটনা ঘটে। এদিকে দুইজনের মৃত্যুর পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম বদিউজ্জামান জানান, দুগ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। পরে বিস্তারিত জানাবো।

 

আর পড়তে পারেন