শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরের মজিদ কলেজে ৩ দিনব্যাপী বই মেলা সম্পন্ন

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২২, ২০১৯
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
ভাষা শহীদদের স্মরণে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী অধ্যাপক আব্দুল মজিদ কলেজের উদ্যোগে তিনদিন ব্যাপী বই মেলা উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হয়েছে।

কলেজ অধ্যক্ষ ফেরদৌস আহমদ চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নজরুল গবেষক ও শ্রীকাইল সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক শ্রামা প্রসাদ ভট্টাচার্য্য। বক্তব্য রাখেন অমর একুশে বই মেলার আহবায়ক ও কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক শাহআলম জাহাঙ্গীর, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য জসিম উদ্দিন, সাউথইষ্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আবু তাহের, আকাব্বরের নেছা বালিকা উচ্চ বিদ্রালয়ের প্রধান শিক্ষক হাসনা বেগম, বাংলা প্রভাষক শেখ মশিউর রহমান। উচ্চতর গণিত বিভাগের প্রভাষক মোতাহের হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সাবেক সদস্য মজিবুর রহমান সরকার, শফিকুল ইসলাম, ব্যবসায়ী সঞ্জয় কুমার রায় ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান, প্রমুখ। বই মেলায় দেয়ালিকা অংকুর প্রকাশিত ছাড়াও যাদু, কবিতা আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। উল্লেখ্য, ২০০৩ সাল থেকে অধ্যাপক আব্দুল মজিদ কলেজে তিনদিন ব্যাপী বই মেলা হয়ে আসছে। এবারের বই মেলায় মানুষের ঢল নামে এবং ২৭টি স্টল প্রদর্শন করা হয়।

আর পড়তে পারেন