শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মুজিব শতবর্ষ উপলক্ষে লাকসাম পৌরসভার কর্মপরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৯, ২০২০
news-image

 

সেলিম চৌধুরী হীরাঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিব বর্ষ) উদযাপন উপলক্ষে কুমিল্লার লাকসাম পৌরসভার কর্মপরিকল্পনা নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার লাকসাম পৌর মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ২৩ টি কার্যপরিকল্পনায় ছিলো, আগামী ১৭ই মার্চ র‌্যালী, বঙ্গবন্ধু’র ম্যুরাল উদ্ভোধন, সাংস্কৃতি অনুষ্ঠান সহ বছর জুড়ে পর্যায়ক্রমে পৌর প্রাঙ্গনে মুজিব কর্ণার ন্থাপন, বঙ্গবন্ধুর নামে গেইট স্থাপন, গুরুত্বপূর্ণ স্থানে এলইডি স্ক্রীন স্থাপন, মুক্তিযোদ্ধ বিষয়ক আলোচনা, কোরআনখানী, কাঙ্গালীভোজ, ব্যানার-ফেস্টুন-লিফলেট সহ পৌর এলাকায় আলোকসজ্জা, বঙ্গবন্ধুর নামে সড়ক নাম করন, বঙ্গবন্ধুর জীবনীর উপর চিত্রাংকন-রচনা প্রতিযোগিতা, প্রামান্য চিত্র, নৌকা বাইচ, সাঁতার প্রতিযোগিতা, পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর পরিকল্পনা, বৃক্ষরোপন, ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, নিরাপদ পানির ট্যাপ, বিভিন্ন জাতীয় দিবসে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠকের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন চিত্র ঘরে ঘরে পৌঁছে দেওয়া সহ আগামী ১৭ই মার্চ ২০২১ পর্যন্ত বাসতবায়নের লক্ষে এ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, লাকসাম প্রেসক্লাবের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, প্যানেল মেয়র-১ বাহা উদ্দিন বাহার, প্যানেল মেয়র-২ আবদুল আলিম দিদার, কাউন্সিলর ডাঃ মোহাম্মদ, আলহাজ্ব খলিলুর রহমান, শাহ আলম, গোলাম কিবরিয়া সুমন, মোঃ ওমর আলী, আফতাব উল্লাহ ঝন্টু, মোঃ শাহজাহান, সালমা আক্তার সুমি, নাসিমা সুলতানা ও লাকসামের কর্মরত সাংবাদিকবৃন্দ।

আর পড়তে পারেন