শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুজিববর্ষের থিম সং গাইতে চান তথ্য প্রতিমন্ত্রী , এ কথা শুনে ক্ষুব্ধ হন প্রধানমন্ত্রী

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১০, ২০২০
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

মুজিববর্ষের থিম সং গাইতে চান তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এ কথা শুনে ক্ষুব্ধ হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভর্ৎসনা করেন তথ্য প্রতিমন্ত্রীসহ যারা এমন আগ্রহ দেখিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, কেউ কেউ থিম সং পরিবেশন করতে চান। আমি তাদের অডিশন নেব। যদি না পারেন তাহলে কঠোর ব্যবস্থা নেব। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ মনোভাব প্রকাশ করেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রী বলেন, বেশ কয়েকজন গীতিকারকে দিয়ে থিম সং লেখানো হয়েছে। সেই গানগুলো আমি এবং শেখ রেহানা বারবার শুনে শব্দ চয়ন ও অন্যান্য বিষয় দেখিয়ে দিয়েছি। আর এখন কেউ কেউ থিম সং পরিবেশন করতে চান। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, যারা থিম সং গাইতে চান আমি তাদের অডিশন নেব। না পারলে কঠোর ব্যবস্থা নেব।

আর পড়তে পারেন