শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মুক্তিযোদ্ধা মরহুম সামছুদ্দিন চেয়ারম্যান স্মরণে কাবাডি প্রতিযোগিতা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৪, ২০১৭
news-image

 

জাকির হোসেন হাজারী,দাউদকান্দি ঃ
দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মরহুম সামছু ফকির চেয়ারম্যানের স্মরণে প্রীতি কাবাডি খেলা অনুষ্টিত হয়েছে। গৌরীপুর স্পোটিং ক্লাবের উদ্যোগে এবং দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার বিকালে উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত খেলায় প্রধান অতিথি কুমিল্লা উত্তর জেলা আ’লীগের দপ্তর সম্পাদক ও গৌরীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল হাসেম সরকার বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা গোল্লাছুট, দাড়িয়াবান্ধা, কানামাছি, বউচি এসব খেলার সাথে আমাদের জাতীয় এই কাবাডি খেলাও হারিয়ে যাচ্ছে। আজ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম টাইগারের আয়োজনে অনেকদিন পর আমাদের জাতীয় এই খেলাটি উপভোগ করলাম তার জন্য খোরশেদ আলম টাইগারকে ধন্যবাদ জানান এবং মাদকের বিরুদ্ধে উপজেলার আনাচে কানাচে যে ভাবে ফুটবল ও ক্রিকেট খেলার আয়োজন করা হয় তার পাশাপাশি এই জাতীয় খেলাটির আয়োজন করার অনুরোধ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়র রফিকুল ইসলাম, তিতাস উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন বেগম, বাখরাবাদ গ্যাস ঠিকাদার সমিতির সভাপতি মজিবুর রহমান, তিতাস উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলাম, গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও দাউদকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী, আক্তার ফকির, আঃ লতিফ প্রধান প্রমুখ। বাখরাবাদ গ্যাস ঠিকাদার সমিতির সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতায় মেঘনা উপজেলাকে হারিয়ে দাউদকান্দি উপজেলা জয়লাভ করে ।

আর পড়তে পারেন