বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মিয়ানমারে জাতিগত নৃশংসতা বন্ধের দাবিতে মুরাদনগরে বিক্ষোভ

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৫, ২০১৭
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :

মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর যে বর্বর নির্যাতন ও হত্যাকান্ড চলছে তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা শাখার হেফাজতে ইসলাম। শুক্রবার বাদজুমা উপজেলা সদরের মুজাফ্ফারুল উলুম মাদ্াসা মাঠে জড়ো হয়ে এ প্রতিবাদ সমাবেশ করেছে তারা।
সমাবেশে বক্তারা, জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে মিয়ানমারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। পাশাপাশি তারা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে এবং দ্রুত আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়নের আহ্বান জানিয়েছে মিয়ানমারের প্রতি। বক্তেব্যে আরো বলেন, প্রয়োজনে প্লেটের অর্ধেক ভাত রোহিঙ্গা মুসলমানদেরকে খেতে দিয়ে তাদের পাশে দাড়াবো। বিক্ষোভ কারী সকলে মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে আহ্বান জানান, রোহিঙ্গা মুসলমানদের আরো বেশি বেশি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার তৈফিক দিতে।

উপজেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মুফতি আমজাদ হোসেন সভাপতিত্বে ও মাও: আতাইল হকের উপস্থাপনায় বক্তব্য রাখেন সিনিয়র নায়েবে আমীর হাফেজ আমিরুল ইসলাম, সেক্রেটারী মুফতি দ্বীন মোহাম্মদ, পাহাড়পুর মাদ্াসার মুহতামিম মাও: আব্দুল ওহাব, দরানিপাড়া মাদ্াসার মুহতামিম আব্দুল মুমেন প্রমুখ।

আর পড়তে পারেন