শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা নিয়ে এবারও বিতর্ক

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৩, ২০১৮
news-image
ডেস্ক রিপোর্টঃ
আসছে নভেম্বরের প্রথম সপ্তাহে মিস ওয়ার্ল্ডের ৬৮তম আসর বসবে চীনে।
তবে, বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য যাদের যোগ্য ভাবা হচ্ছে; তারা আসলে কতোটা যোগ্য?
পারফরমারদের এই যখন পারফর্মেন্স, তখন প্রশ্ন উঠেছে আয়োজনের ফরমেট আর প্রতিযোগীদের গ্রুমিং নিয়ে।
শুধু কি তাই, এতো গেলো প্রতিযোগী, এবারের আসরের বিচারক নিয়েও গজিয়েছে প্রশ্নের এমন ডালপালা। অভিযোগ অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় বদৌলতে, কেউ কেউ বসেছেন বিচারকের আসনে।সাধারণের অভিমত, যেখানে জড়িয়ে থাকে একটি দেশের সম্মানের গল্প।
সেখানে এমন আয়োজনে প্রয়োজন সুচিন্তিত সজাগ দৃষ্টি।কথায় বলে, ভূলই ঠিক করে দেয় সঠিক। তবে, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ যেনো বিপরীত। গেলো বছরের মতো তাই এবারও রয়েছে বিতর্ক। তর্কের উর্ধ্বে প্রত্যাশা সকলের, না হোক ভূলের পুনরাবৃত্তি।

আর পড়তে পারেন