মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মিসরে বালুতে তলিয়ে যাওয়া তিন হাজার বছরের প্রাচীন শহরের সন্ধান

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৯, ২০২১
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

মিসরে তিন হাজার বছর আগের একটি নগরীর সন্ধান মিলেছে। দেশটিতে আবিষ্কার হওয়া সবচেয়ে বড় প্রাচীন শহর এটি।

সহস্র বছর আগে এটি বালুতে তলিয়ে গিয়েছিলে। প্রত্নতাত্ত্বিকদের মতে, সম্রাট তুতানখামেনের সমাধির পর এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুসন্ধান।বিবিসি, গার্ডিয়ান ও এএফপি এমন খবর দিয়েছে।

বৃহস্পতিবার (০৮ এপ্রিল) লুক্সর শহরের কাছে ‘নিখোঁজ স্বর্ণ শহরটি’ আবিষ্কারের ঘোষণা দেন বিখ্যাত মিসর বিশেষজ্ঞ জাহি হাওয়াস।

তিনি বলেন, আবিষ্কার হওয়া সবচেয়ে বড় প্রাচীন শহর এটি। যা আতেন নামে পরিচিত। ২০২০ সালে খনন কাজ শুরু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে শহরটির সন্ধান পাওয়া গেছে।

তৃতীয় আমেনহোতেপের শাসনামলে এটি গড়ে তোলা হয়েছিল। তিনি ১৩৯১ থেকে ১৩৫৩ সাল পর্যন্ত দেশটি শাসন করেন।

মিসরের সবচেয়ে প্রভাবশালী ফেরাউনদের একজন ছিলেন তৃতীয় আমেনহোতেপ।পরবর্তী সময়ে ফেরাউন আই ও তুতানখামেনও এই স্বর্ণ শহর ব্যবহার করেন। ১৯২২ সালে তুতানখামুনের সমাধি আবিষ্কার করেন ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার।

যুক্তরাষ্ট্রের বাল্টিমোরভিত্তিক জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের মিসরবিদ বেটসি ব্রিয়ান বলেন, তুতানখামেনের সমাধি আবিষ্কারের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নির্দশন হলো এই শহরটি। এতে আমরা প্রাচীন মিসর সম্পর্কে বিরল ধারণা অর্জন করত পারব।

ড. হাওয়াস বলেন, খনন শুরু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে আমরা মাটির ইটের গড়ন দেখতে পাই। এ দৃশ্য দেখে আমরা তো অবাক। শহরটি ভালো অবস্থায় আছে—পরিপূর্ণ দেয়াল, কক্ষগুলো নিয়মিত ব্যবহার্য জিনিসপাতিতে ভরা।

আর পড়তে পারেন