শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গায়ে ধাক্কা লাগায় ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১১, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যুবলীগের মিছিলের মধ্যে গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুুপুরে উপজেলা সদরের উচালিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য জেলা পরিষদ সদস্য যুবলীগ নেতা পায়েল হোসেন মৃধার সমর্থকেরা সরাইল শহীদ মিনারের দিকে যাচ্ছিলেন। এ সময় সরাইল উপজেলা সদরের গরুর বাজার

এলাকায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বেলায়েত হোসেন মিল্লাতের আরেকটি মিছিল এলে একাধিক সমর্থকের গায়ে ধাক্কা লাগে।এ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের সমর্থকেরা দুই দলে বিভক্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। আহতদের কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

সরাইলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনিসুর রহমান জানান, যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

আর পড়তে পারেন