বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মা ইলিশ আহরণে নিষেধাজ্ঞা, ফরাজীকান্দি ইউনিয়নে জেলেদের চাল বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৩, ২০১৭
news-image

 

মো. দ্বীন ইসলাম, মতলব উত্তর :
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে মা ইলিশ ধরা বন্ধ রাখায় জেলেদের মাঝে ভিজিএফের বিশেষ চাল বিতরণ করা হয়। রোববার সকালে ইউনিয়ন পরিষদে এক হাজার ২শ’ ২৬জন জেলেদের মাঝে ২৪.৫২০ মেট্রিকটন চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার গরীব বান্ধব সরকার। বর্তমান সরকার সামাজিক নিরাপত্ত বেষ্টনির আওতায় দারিদ্র বিমোচন করে যাচ্ছে। বর্তমানে দেশে মাত্র ২২ ভাগ দরিদ্র শ্রেণী লোক বসবাস করে। আগামী ২০২১ সনে এ হার আরো কমে যাবে। বাংলাদেশ মধ্য আয়ের দেশ থেকে মধ্য আয়ের এবং ২০৪১ সনের মধ্যে উন্নত দেশের সমকক্ষ হবে। আওয়ামীলীগ ক্ষমতায় এলে গরীবের মুখে হাসি ফোটে।
বিতরণকালে উপস্থিত ছিলেন- ইউপি সচিব নাছির উদ্দিন খাঁন, ইউনিয়ন আ’লীগ নেতা মানসুর আহমেদ, রমিজ উদ্দিন শিশির, ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবদুর রহিম দেওয়ান, যুবলীগ নেতা ওহিদুজ্জামান মুকুল, মৎস্য প্রতিনিধি ওমর আলী প্রধানসহ ইউনিয়নের সকল ইউপি সদস্য-সদস্যাবৃন্দ।

আর পড়তে পারেন