বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মাস্ক না পরায় কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় জনসাধারণকে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৬, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ রোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মাস্ক না পরায় জনসাধারণকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রশাসনের পক্ষ থেকে অনেককে বিনামুল্যে মাস্কও বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কান্দিরপাড়, রাজগঞ্জসহ বিভিন্ন সড়কে অভিযান পরিচালনা করেন জেলা প্রসাশক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনি রায়।

জেলা প্রসাশক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনি রায় জানান, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ রোধে সরকার কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেছেন। সেই স্বাস্থ্যবিধিগুলো সাধারন জনগন মেনে চলছেন কিনা বিশেষ করে মাস্ক ব্যবহার করছে কিনা সেটি দেখতেই প্রতিদিনের মত আজকের অভিযান চালানো হয়েছে। এসময় মাস্ক ছাড়া চলাচল করায় সতর্কতামুলক বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে। এটা মুলত প্রতিকি জরিমানা যার উদ্দেশ্য ছিল সবাইকে জানানো, সচেতন করা। আমাদের এই ধরনের অভিযান আরো অব্যাহত থাকবে, লোকজনকে সচেতন করে মাস্ক যেন সবাই ব্যবহার করে স্বাস্থ্যবিধি যেন সবাই মেনে চলে এটা নিশ্চিত করতে চেষ্টা করবো।

আর পড়তে পারেন