শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মাশরাফিরা ইউনিসেফের লোগো ব্যবহার করবে

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২২, ২০১৬

T20স্পোর্টস ডেস্ক: ক্রিকেটারদের জার্সিতে ইউনিসেফের লোগো ব্যবহার করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবারের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যে কারণে আগামীতে ক্রিকেটাররা তাদের জার্র্সির কলারে ইউনিসেফের লোগো ব্যাববহার করবে।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘২০১৪ সালে ইউনিসেফ আইসিসির সঙ্গে একটি চুক্তি করে। ওরা বার্সালোনার সঙ্গে অনেক দিন ধরেই চুক্তিবদ্ধ। আমাদের কাছে ওরা আজকেও একটা প্রস্তাব দিয়েছিলো। আমরা আজকে নীতিগুলো দেখে রাজী হয়েছি। আমরা ওদের সঙ্গে এই পার্টনারশীপে যাবো। এরপরও কিছু নিয়মনীতি দেখতে হবে।’

তবে এখনোই সবকিছু চূড়ান্ত করতে রাজী নয় বিসিবি। তাদের চুক্তির বিষয়গুলো আরো খতিয়ে দেখতে চায় বিসিবি। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘সবকিছু দেখে আমরা ফাইনাল সিদ্ধান্ত নেবো। তবে নীতিমালা দেখে সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের জার্সির কলারে ইউনিসেফের লোগো ব্যবহার করবো। চ্যারিটি লোগো হিসেবে আমরা এগুলো ব্যবহার করবো বলে আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে।’

আর পড়তে পারেন