শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মালয়েশিয়ায় বাংলাদেশের ৫১৫ জন অবৈধ শ্রমিক গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৪, ২০১৭
news-image

 

সেলিম সজীবঃ

মালয়েশিয়ায় অবৈধ বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের প্রথম দিনে ১ হাজার ৩৫ জনকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। চলমান এ অভিযানে গ্রেফতারকৃতদের অধিকাংশই বাংলাদেশি নাগরিক। গ্রেফতারকৃতদের সুনির্দিষ্ট সংখ্যা এখনো জানাতে পারেনি সেখানকার বাংলাদেশ মিশন জানিয়েছে বিবিসি বাংলা। তবে মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য স্টারের এক অনলাইন প্রতিবেদন থেকে যায়, গ্রেফতারকৃতদের মধ্যে ৫১৫ জনই বাংলাদেশি শ্রমিক। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের শ্রম বিষয়ক কাউন্সিলর সায়েদুল ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন, সপ্তাহের ছুটি চলার কারণে তারা গ্রেফতারকৃতদের সুনির্দিষ্ট সংখ্যা জানতে পারেননি। জানা যায়, যেসব কর্মীর কাছে কোনো বৈধ কাগজপত্র নাই এবং যারা অবৈধভাবে প্রবেশ করেছিল তাদের জন্য ই-কার্ড কর্মসূচি চালু করে সরকার, সেটার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এ অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।

আর পড়তে পারেন