বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মার্তিনেজের বার্সায় যাওয়ার ঝুঁকি দেখছেন আর্জেন্টিনার কোচ

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৭, ২০২০
news-image

 

ডেস্ক রিপোর্ট:
আর্জেন্টিনার উঠতি স্ট্রাইকার কি ইন্টার মিলানেই থেকে যাবেন, নাকি বার্সেলোনায় নাম লেখাবেন—ফুটবল বিশ্বে আলোচনা চলছে এ নিয়ে

কী লেখা আছে আর্জেন্টিনার উঠতি স্ট্রাইকার লওতারো মার্তিনেজের ভাগ্যে? বড় অংকের বেতন নিয়ে তাঁকে হাতছানি দিচ্ছে বার্সেলোনা। তিনি কাতালান ক্লাবটিতে কি নাম লেখাবেন, নাকি থেকে যাবেন ইন্টার মিলানেই?

ফুটবল বিশ্বে এখন এমন আলোচনাই হচ্ছে। এর মধ্যে লওতারোকে সাবধান করে দিলেন তাঁর আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি। ইন্টার ছেড়ে বার্সায় গেলে জায়গা পেতে লড়াই করতে হবে লওতারোকে—এটাই আর্জেন্টিনা কোচের সাবধানবাণী।

লুইস সুয়ারেজের বয়স ৩৩ বছর হয়ে গেছে। মূলত তাঁর বিকল্প হিসেবেই লওতারোকে দলে নিতে চাইছে বার্সেলোনা। কিন্তু বয়স ৩৩ হলেও এখনো তো পায়ের ঝলক হারিয়ে ফেলেননি সুয়ারেজ। এ কারণেই স্কালোনি মনে করেন, বার্সার শুরুর একাদশে জায়গা পেতে হলে লওতারোকে লড়াই করতে হবে উরুগুয়ের স্ট্রাইকারের সঙ্গে।

রেডিও লা রেডকে স্কালোনি বলেছেন, ‌’লওতারো যদি বার্সেলোনায় যায়, কোচ কিকে সেতিয়েন তাকে শুরুর একাদশে খেলানোর চেষ্টা করবে। কিন্তু সেই জায়গাটা করে নিতে হলে লড়াই করতে হবে ওকে।’ তবে লওতারোকে ইন্টার থেকে দলে ভেড়ানো বার্সার জন্য সহজ হবে না বলেও মনে করেন স্কালোনি, ‌’লওতারোকে ইন্টার থেকে নেওয়াটা অত সহজ হবে না…যেখানেই যাক, আমি চাইব ও খেলার মধ্যে থাকুক।’

স্কালোনির ভবিষ্যৎ ঠিকানা নিয়ে বলতে গিয়ে তাঁর একটু প্রশংসাও করে নিলেন স্কালোনি, ‌’লওতারোর মধ্যে দারুণ একটা ব্যাপার আছে—ও শুধু নিজের জন্যই নয়, সতীর্থদের জন্যও খেলে। ভবিষ্যতে ও উদাহরণযোগ্য একজন স্ট্রাইকার হবে।’

আর্জেন্টিনার রেসিং ক্লাব থেকে ২০১৮ সালে ইন্টার মিলানে নাম লেখান লওতারো। রোমেলু লুকাকুর সঙ্গে সেখানে তাঁর জুটিটা এরই মধ্যে বেশ জমে উঠেছে। ইন্টারে নাম লেখানোর পর থেকে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৫ গোল করেছেন আর্জেন্টিনার ২২ বছর বয়সী স্ট্রাইকার।

আর পড়তে পারেন