শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মারা গেছেন সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৬, ২০২০
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

মারা গেছেন সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী।

সোমবার (১৬ নভেম্বর) সকালে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ৫ নভেম্বর কর্নেল (অব.) শওকত আলী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা সিএমএইচে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ৮৪ বছর বয়সী কর্নেল (অব.) শওকত আলী কিডনি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও নিউমোনিয়ায় ভুগছিলেন।

কর্নেল (অব.) শওকত আলী শরীয়তপুর-২ আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।

বীর মুক্তিযোদ্ধা, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি ও সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক পৃথক বাণীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এ ছাড়া আজ সোমবার শোকবার্তায় সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রীরাও শওকত আলীর আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আর পড়তে পারেন