বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মামুনুল হকের রিমান্ড শুনানি, কড়া নিরাপত্তায় আদালত প্রাঙ্গণ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৬, ২০২১
news-image

ডেস্ক রিপোর্টঃ

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সেক্রেটারি মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে ২০১৩ সালের মতিঝিল থানা করা নাশকতা মামলায় রিমান্ড শুনানি হবে আজ সোমবার (২৬ এপ্রিল)। এজন্য সকাল থেকেই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে মামুনুলকে হাজির করা হবে বলে জানা গেছে।

দেখা গেছে, রায়সাহেব বাজার মোড় থেকে এলাকায় পুলিশ রয়েছে। সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ কোনও প্রয়োজন ছাড়া লোকজনকে কোর্ট এলাকায় যেতে দেওয়া হচ্ছে না।

এর আগে বৃহস্পতিবার (২২ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মতিঝিল থানার মামলা তদন্ত কর্মকর্তা মামুনুলকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। রিমান্ড শুনানি পরে হবে বলে জানান আদালত।

মোহাম্মদপুর থানায় চুরি ও মারধরের মামলায় মামুনুল হকের গত ১৯ এপ্রিল সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রবিবার (১৮ এপ্রিল) মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামুনুল হকের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে হেফাজতের তাণ্ডবের ঘটনায় একাধিক মামলা রয়েছে। এছাড়া সম্প্রতি মোদিবিরোধী আন্দোলনের সময়ও সহিংসতা করায় একাধিক মামলায় তার নাম রয়েছে।

আর পড়তে পারেন