বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদক, সন্ত্রাস, জঙ্গী, ইভটিজিং ও ধর্ষনের প্রতিবাদে শাহরাস্তিতে সুহৃদ সমাজের মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১০, ২০১৭
news-image

প্রেস বিজ্ঞপ্তিঃ
শাহরাস্তির সর্বাধিক প্রসংসিত স্ব-অর্থায়নে পরিচালিত সামাজিক সংগঠন সুহৃদ সমাজের উদ্যোগে টামটা আদর্শ উচ্চ বিদ্যালয় গেইটের সামনে মাদক, সন্ত্রাস, জঙ্গী, ইভটিজিং ও ধর্ষনের প্রতিবাদে বিরাট মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুহৃদ সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ইমতিয়াজ সিদ্দিকী তোহার সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চট্টগ্রাম বিভাগীয় চেয়ারম্যান প্রভাষক খন্দকার মো. শামছুল আলম সুজন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার মফস্বল সম্পাদক মো. হাসানুজ্জামান, টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্যাহ বিএসসিবিএড, টামটা দাখিল মাদ্রাসার সুপার মাও. মো. রফিকুল ইসলাম, শাহরাস্তি নিউজ ২৪ ডট কম এর বার্তা সম্পাদক মো. মাহবুব আলম, এ সময় উপস্থিত ছিলেন, সুহৃদ সমাজের প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক মো. শাহজাহান ভূঁইয়া (লিটন), সিনিয়র সহ-সভাপতি, সাংবাদিক মো. সিদ্দিকুর রহমান নয়ন, সুহৃদ সমাজ উপ-কমিটির সভাপতি তানজিজুল আজিজ রায়হান, সাধারণ সম্পাদক এরশাদ আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. লিয়াকত মিয়াজী, প্রচার সম্পাদক মো. বোরহান উদ্দিন মিয়াজী, বিশেষ সম্পাদক মো. শরিফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মো. ফখরুল ইসলাম বাবলু, সদস্য মোঃ ইমান হোসেন ও শুভ্রসহ স্কুল মাদ্রাসার দেড় সহস্রাধিক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

আর পড়তে পারেন