শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদক থেকে যুব সমাজকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই — কুমিল্লা জেলা প্রশাসক

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২৯, ২০১৭
news-image

জাকির হোসেন হাজারী:

কুমিল্লা জেলা প্রশাসক জাহাংগীর আলম বলেছেন, যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় যুব সমাজ তথা নতুন প্রজন্মকে ব্যাস্ত রাখতেই ডিসি গোল্ডকাপ খেলার আয়োজন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের আজিজিয়া মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের আঞ্চলিক ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা জেলা প্রশাসক জাহাংগীর আলম এ কথা বলেন।

জেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বি-পাড়া উপজেলাকে ৩-০ গোলে পরাজিত করে আঞ্চলিক ফাইনালে চ্যাম্পিয়ন হন দাউদকান্দি উপজেলা।

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আসাদুজ্জামান শরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নজরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান রুমেন, যুগ্ন সাধারণ সম্পাদক বাদল খন্দকার, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমন, মেঘনা উপজেলা নির্বাহী অফিসার আফরোজা বেগম, তিতাস উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর, হোমনা উপজেলা নির্বাহী অফিসার খান মোহাম্মদ নাজমুল সোহেব, চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকারিয়া, মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার রাসেসুল কাদের, বি-পাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহিরুল ইসলাম, দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরবিন্দ বিশ^াস, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের দপ্তর সম্পাদক আবুল হাসেম সরকার, হোমনা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান আবুল, দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম টাইগার ও তিতাস উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গাজী মাজারুল প্রমুখ।

পিতা মাতার হাত ধরো, মাদক ছেড়ে খেলতে চলো। খেলা ধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল। এ স্লোগানকে সামনে রেখেই গত ২২ ডিসেম্বর টূর্ণামেন্টের উদ্বোধন করা হয় । এতে কুমিল্লা উত্তর জেলার ৮টি উপজেলা অংশগ্রহন করেছে।

 

আর পড়তে পারেন